জীবনের ছোট ছোট দুঃখ গুলো হৃদয়ে পুঞ্জিভুত
কাউকে যায় না বলা অন্য জনে তা জানে
নদীর জলে কুচি কুচি ঢেউ কিনারায় গিয়ে মিশে
দখিনা বাতাসে পাল তোলা নৌকা ইচ্ছে মত চলে
ধূধূ বালু চরে সোনালী রোদের মেলা হৃদয়ে আঁকে।
দুঃখ কে বুকে চেপে চলছে যাপিত জীবনের পথ চলা
হাসি মুখে গ্রহণ করেছি তাকে বিচলিত করে না আর
দিন শেষে বাবা মায়ের আদর ভালবাসা জুড়ায় বুকের জ্বালা
এ যে দুঃখ সাগরের মাঝে স্বর্গীয় সুখের মালা
চলমান জীবনের নিত্য দিনের খেলা ।
সূর্য যেমন পুব আকাশে উঠে আবার ডুবে
জীবন তরী তেমনি ক্ষণিক জীবনের এক কঠিন সত্যের নাগর দোলা
সব কিছুকে স্বাভাবিক মেনে নিয়ে চলছে মোদের জীবন চলা
এই দুঃখ কষ্টের দায় কেহ নিবে না এ যে তোমার ভাগ্য নিয়তি।