তুমি বদেলে যেতে পার না
যতই তোমাকে অপমান করুক
যতই বাধা-বিপত্তি আসুক না কেন ?
বিশ্বাস আমার তুমি বদলাতে পার না ।


বিশ্বাস করতে পারছিনা, “তোমার মা বাবার কথায়
নাকি প্রবাসী পাত্র” কোনটি কারন !
মুশকিল কি জান ! আমাদের ভালবাসা গভীর ছিল
সবার সামনে তো হৃদয় ছিঁড়ে দেখাতে পারব না ।


আমার সমস্ত বিশ্বাসকে মিথ্যা করলে
এ কোন আমার প্রেয়সী কে দেখছি !
এতদিনের পরিচয়, এত দিনের পথচলা
একটা সিদ্ধান্তে সব বদলে গেলো।


প্রেয়সী তোমাকে জোর করব না,
তবে একটা কথা বলতে পারি আমার ভালবাসা মিথ্যা ছিল না
আমার কষ্ট হবে, দুঃখ হবে,
ভেবো না সুখের মুহুর্ত গুলো মনে করব !


বিধাতার বিধানে বাবা মা আমাদের ছেড়ে যায়
কষ্ট হয়, দুঃখ হয়, চোখের সামনে অন্ধকার নেমে আসে
সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হতে থাকে
জানি না তোমার বেলায় আমার স্বাভাবিক হবে কি না ?