প্রজাপতি প্রজাপতি ভালবাসি তোমায়
উড়ে এসে গায়ে বসে ভালবাসবে আমায়
হলুদ কালো লালে ভরা তোমার দেহ খানি
উড়তে গেলে পাখা নড়ে আনন্দ পাও তুমি।


সরিষা ক্ষেতে হলুদ ফুল মৌমাছিরা উড়ে  
মধু আহরণে ব্যস্ত তারা প্রজাপতি রা নাচে
রাখাল ছুটে গরুর পালে ছাগল দৌড়ায় মাঠে
সরিষা ক্ষেতে র বার টা বাজে ফুল ঝরে পড়ে।


কৃষক দেখে দৌড়িয়ে আসে রাখালের কাছে
সূর্য ডুবে সন্ধ্যা নামে গোধুলী বেলা আকাশ দোলে
মনের আনন্দে প্রজাপতি রা পাখনা মেলে ছুটে
মৌমাছিরা দল বেঁধে ফুলে ফুলে ঘুরে।


প্রেমিক যুগল দাঁড়িয়ে দেখে প্রজাপতির খেলা
ভালবাসার আবেগ দেখ শাড়ির আঁচলে উড়ে
চোখে মুখে লাজুক ভাব সন্ধ্যা ঘনিয়ে এলে
হঠাৎ প্রেমিক জড়িয়ে ধরে শরৎ’র আবেশে!