ভালবাসার নির্যাস প্রেমে হয় পরি নতি
মৌমাছি আনন্দে ধায় ফুলে ফুলে মধু খায়
প্রজাপতি ফুলে বসে পরাগায়নে পরি নতি ঘটে
ফুলের পর ফলের আগমন প্রকৃতির নিয়ম ই এমন!


প্রকৃতির প্রেম কুয়াশা ঢাকা মেঘের পরি নতি বৃষ্টির ধারা
পশু প্রেম নির্বাক চেখের চাহনি হৃদয়ের বাঁক
মন মানে না আপন মনে হৃদয় ভাঙ্গে প্রেমের টানে
ব্যর্থ প্রেমে হৃদয় ফাটে কাঁচের টুকরোর মত সম্মুখ পানে
হৃদয় কাটে এপাশ ওপাশ অন্তর ক্ষরণ মনের বানে।


কৈশোর প্রেম অবুঝ মন বাধা দিলে বাড়ে দ্বি-গুন
প্রেমিকার মুখ সম্মুখে ভাসে আস পাশ নাহি দেখে  
বল্গাহীন মনের আবেশ পাখা মেলে উড়ে আকাশে
ভালবাসার চোখের চাহনি অন্তর জ্বালায় তখন বুঝিনী
লাজুক লাজুক প্রেমিকার হাসি মাথা নিচু দিক বিজয়ী।


কৈশোরের প্রেম মুছে ফেলা দায় মাঝে মাঝে মনে পড়ে
সন্ধ্যার পর পড়ার টেবিলে বই’র পাতায় প্রেমিকার মুখ ভাসে,
হৃদয়ের ভিতর আনমনা জানি, জানতাম না কিসের আকুতি,
পিছন থেকে ডাকলে কেউ চমকিয়া উঠে অন্তরে জ্বালায় ঢেউ।