মিথ্যা বলা মহাপাপ আমরা সবাই জানি
স্বার্থের জন্য মিথ্যা বলা পাপের কথা না মানি
কত ঘটনা কত কিছু ঘটে চলেছে ধরিত্রীর মাঝে
মিথ্যা বলার আশীর্বাদে কে তা মনে রাখে !

জন্ম আর মৃত্যু এ জগতে ই ঘটে
জন্মের পর মানব প্রজাতি অন্যায় কাজ করে
স্বার্থ থাকে সীমাহীন যখন তখন ঘটে
অমরত্ব লাভের আশায় মানুষ কত কিছু না করে !

ছোট বেলায় যা করেছি যা বলেছি সব কি মনে আছে !
অরণ্য রাজি, গাছ গাছালি বিলীন হয়ে যাচ্ছে
সবুজ মাঠ আর সবুজ নাই উঠেছে দালান কোঠা
পুকুর নদী নালা ভরে রাস্তাঘাট সেটাই তো প্রকৃতির বোঝা !