প্রকৃতির বুক চিরে হলুদের সমারহ ভুবনে
দলে দলে মৌমাছিদের আনা গোনা
উন্মাদনায় মাতাল হয়েছে হৃদয়
ফাগুনের জোয়ার লেগেছে বুকে !


সরিষা ফুলের হলুদ পৃথিবী চোখের অক্ষি গোলকে
পড়ন্ত বিকেল হলুদ আর লালাভ রং‘র কোলাকুলি
প্রকৃতি যেন ভালবাসা ছড়িয়েছে চারিদিকে
বাঁধ ভাঙ্গা প্রেমের সমারহ !


পড়ন্ত বিকেলের আকাশ হেলান দিয়েছে হলুদে
যেন ভালবাসার টানে নেমে এসেছে ধরায়
ঠোঁট ঠোঁটকে স্পর্শ করছে প্রেমের টানে
তবুও একাকি ছুটে চলা পথ আর প্রান্তরে।


বসন্ত কাল প্রকৃতি যেন নতুন সাজে নতুন রূপে
এ যে আমার বাংলা, এ যে আমার মায়ের কোল
মায়ের শরীরের তীব্র পারফিও’র সুবাশ নাকে
মনে হয় নতুন রূপে জন্ম হলো আমার ।