প্রকৃতি অভিমান করেছে মানব গোষ্টির তরে
শ্রাবণের বারিধারা আশ্বিনে তে ঝরে
মাঠ ঘাট রাস্তা পথ জলে থৈ থৈ
শীত কালের আগমনে বর্ষা হলো সই ।  


ষড় ঋতুর বাংলাদেশ বলা এখন কঠিন
মানব গোষ্টির রোষানলে ঋতুর চরিত্র হরন
কোন ঋতুর চরিত্র কেমন ধাঁধায় পড়ে যায়
আগের মত বুঝ যায় না ঋতুর ব্যবহার।


বন বাদাড় উজাড় করে হয়েছে ফাঁকা মাঠ
নদী-নালা, খাল-বিল ভরাট করে উঁচু উঁচু দালান
ছাদের উপর বাগান হয়েছে কিছু বারান্দায়
বট গাছ হয়েছে বনশাই, প্রকৃতির রূপ তাই।


লোভ-লালসা পাল্লা দিয়ে বাড়ছে দিনে রাতে
সূর্যকে দাওয়াত দিয়ে আনছে নিজের কাছে
গ্রহ নক্ষত্র জয় করেছে নিজের মতন করে
প্রকৃতি এখন বিপদে আছে কখন ভেঙ্গে পড়ে।