আমি বাঙ্গালী মাছে ভাতে বাঙ্গালী
নদীর স্রোতের মত আমার আবেগ
কখনো ভাসি আবার কখনো ডুবি !


প্রকৃতির রূপ আর রঙ্গের আবিরে
ভালবাসার শিহরণ জাগে বুকে
সবুজ আর শ্যামলে ভরা ফসলের মাঠে ।


বসন্ত আমায় জড়িয়েছে বুকে
পলাশ আর শিমুলের লাল রঙ্গে
ভালবাসার গোপন গলি চলছে বিপথে !


সোনালী রোদে প্রজাপতির আনা গোনা
পোয়াতী ধানের ফসলের মাঠ
যেন ভালবাসার যুগল করছে কোলাকুলি।


কৃষক কুলের ভালবাসার আবেগ ফসলের মাঠ
আশা জাগানিয়া ফসলে হৃদয় করে তোলপাড়
বাংলার গ্রাম আমার প্রাণের প্রিয় জন্মভূমি ।


বাংলার আলো বাতাস জল ভুমি আমি গর্বিত
এ যে আমার নাড়ী পুঁতা জন্মভূমি মা
পুনঃ জনমের সুযোগ হলে আবার বাঙ্গালী হবো।