চোখে চোখে চোখ মিলিয়ে প্রথম পরিচয়
সেই থেকে শুরু হলো ভালবাসার সূত্রপাত
সামনে ভাসে তোমার মুখ হৃদয় করে আনচান
রাতের বেলায় গোল বাঁধে ঘুমাইতে পারি না।


মনের কথা বলার ইচ্ছায় শুকিয়ে আসে গলা
কাছে গিয়ে গুলিয়ে ফেলি হাঁটু পা জাগায় থাকে না
সামনা সাম নি দেখা হলে হৃদয় করে তোলপাড়
মুচকি হেসে পাশ দিয়ে যাও কথা বলো না !


মনের কথা বলতে গিয়ে না বলা কথা বলে ফেলি
কেন আমি গুলিয়ে ফেলি নিজেই জানি না
মূর্তিমান্‌‌ দাঁড়িয়ে আমি তোমার পানে দেখি
ভালবাসি তোমায় আমি এ কথা বলতে পারি না।


আমি গলে একাকার পাথর মন গলে না তোমার,
তুমি আসো খেলার মাঠে নিত্য দিন পড়ন্ত বিকেলে
আদুর থেকে নজর কাড়ি মনো-কষ্টে নিজে মরি।


আড় চোখে আমায় খুঁজো হতাশ বদনে দাঁড়িয়ে থাকো
ফেরার পথে আবার দেখ মনের কষ্ট মনে রাখো
হঠাৎ দু’জনে মুখোমুখি অন্তর জ্বালায় জ্বলছ জানি
বেরিয়ে আসে হৃদয়ের কথা পরিণতি পায় ভালবাসা।