ঘরের মুখে ঘর লাগিয়া
ঘর করেছি মোরা!
পূর্বের কোন আলাপ পরিচয় নাই
প্রতিবেশী হলেম যারা।

রক্তের কেহ এলাকায় নাই
প্রতিবেশী আমরা ভাই ভাই,
সুখে দুঃখে পাশাপাশি থাকি
বিপদে মোরা সকলের তরে ঝঁপিয়ে পড়ি।

যুক্ত হলো নতুন প্রতিবেশী
নাম তার কাশেম ভাই, পয়সার গরম
ঠাট বাট বেশী,
তাইতো আমি দুরে দুরে থাকি!

সবাই মোরা সবার সাথে মিলেমিশে থাকি
দিবারাতি হৈ হল্লা মজা করি।
পয়সা ওয়ালা কাশেম ভাই, এলাকার সে
নেতা হতে চায়।

খরচ করে দু’হাত ভরে,
মনের মাঝে সন্দেহ জাগে,
টাকায় হলো সমস্যার গোড়া, নিজের খেয়ে
পরের মোষ তাড়া!

সন্দেহ আমার সঠিক হলো,
কাশেম ভাইকে পুলিশে ধরে নিয়ে গেল!
জানতে পারলাম অবৈধ ব্যবসা চোখ হলো ধূয়াঁসা!

দশের লাঠি একের বোঝা,বলেছিলেন মনিষীরা,
নতুন প্রজন্ম সূর্য সন্তান, প্রয়োজনে দিবে জান!
ভোরের সূর্য আলো নিয়ে উঠে অন্ধকার দুরে সরে।