তুমি যখন বিপদে থাকবে
কেউ নিবেনা তোমার খবর,
সবাইকে তখন স্বার্থপর মনে হবে
কাছের লোকের হবে লোভ !


দিন যায় সময় যায় গড়ে যায় বেলা
সুখের দিনে সবাই খবর নেয়
সন্ধি করে বেলা ।


তুমি আমি মুখোমুখি থাকি
কথা হয় না কভু,
শব্দ করে বাতায়ন বন্ধ কর
বুকের ভিতর করে জ্বালা।


কেদারায় হেলান দিয়ে বেলা গেছে গড়ি
গরম কফির কাপে ধ্রুম্য জাল উড়ে
অন্তরের ভিতর কষ্টের কুণ্ডলী প্যাকে
স্মৃতির আয়নায় স্মৃতিরা ফিরে আসে ।


কোন এক সন্ধ্যা বেলা
যৌবনের হৃদয় ছায়া হয়ে আসে
কামনার জ্বালা গুলো থরে থরে কাঁপে ।


তোমার দেয়া গোলাপের পাপড়ি শুকিয়ে গেছে
ফিকে হয়ে গেছে তোমার আঙ্গুলের স্পর্শ
তবুও যে ভোলা যায় না তোমার ভালবাসা
চলে যাওয়া রেল গাড়ী আদুর থেকে দেখা ।