রাজা রামচন্দ্রের তিন ছেলে গোপাল, রঘু আর অনন্ত,
স্বপ্ন দেখে রাজা মশায় জমিদারী বড় হবে,
প্রতিদিন ফুন্দি আঁটে সমস্ত এলাকা জয় করবে!

ছেলেরা কবে বড় হবে রাজার হাত শক্তিশালী হবে
উজির, নাজির আর আরদালি বার বার দেয় জোড়াতালি,
বিরোক্ত হয় রাজা মশায় কাজের নামে ফাঁকি বাজি ।  


সাকী-সুরার মিলন ঘটে পাইক পেয়াদা পাহারায় থাকে,
বায়জী খানায় নর্তকী নাচে রাজা মশায় নেশায় ঢুলে  
নায়েব মশায় খাজনা উঠায় লাঠিয়াল সঙ্গে নিয়ে,
থাজনা দিতে দেরী হলে লাঠিয়াল দিয়ে ধরে আনে
অত্যাচারের ভাষা নাই জমি-জিরাত কেড়ে নেয়।


তিন ছেলে নায়েবের দলে রাজা রামচন্দ্রকে বন্দী করে,
ছেলেরা করে মুসাবগিরি নায়েব চালায় জমিদারি
রাজার ছেলে রাজা হয় রাজা রামচন্দ্র ব্যর্থ হয়।


রাজা মশায়ের তিন ছেলে টাকা পেলে সবই ভুলে,
সুযোগ বুঝে নায়েব মশায় কৈশলে আখের গোছায়
বড় হয়েছে তিন ছেলে নেশার ভিতর ডুবে থাকে
নায়েবের কুট চালে জমিদারী দখলে আনে।