রহস্যময় ধরিত্রী সৃষ্টির সেরা জীব সৃষ্টি কর্তা’র বদৌলতে
ধরিত্রী তে আগমন ঘটেছে সবার শেষে !
ছিল না কোন ভেদাভেদ নারী কিংবা নরের,
অন্ধকার যুগে ছিল না কোন আইন-কানুনের বালাই।


যুগে যুগে মোর এসেছি ধরায় একই রাস্তা পথে,
নর-নারীর জন্মের ইতি কথা হয়নি আলাদা পথে,
রহস্য ভেদে রহস্যের জন্ম নারীর গর্ভে ধারণ  
ধর্মের ধারা ধর্মের পথে মানব কল্যাণের তরে
আধুনিক যুগের ভাব ধারায় মুখোশ কেন পরে !


ইতিহাসের ধারা পিছনে ফেলে করছে নতুন কানুন,
ঢেকে রেখেছো বদন তোমার হৃদয়ের দোর খোলা,
চার দেয়ালে আড়াল করলে বন্ধ হলো মেলা
সুন্দর ভুবন তাকিয়ে দেখ খোলা জানালায়।


নর-নারীর যুগল ফাঁদে নরের মনোরঞ্জন কর,
পাপ পুণ্যের হিসাব কষে নারীর কাঁধে চড়ে
অঙ্গে আমার বঙ্গ দেহ ভুল করোনা পাছে  
ক্ষুধার জ্বালায় বিশ্বাস পালায় নর-নারীর কাছে ।


হাজার কোটি বছর আগে যারা ভুবন ছেড়ে গেছে
তারাই বা কেমন আছে বর্তমানের সাজে!
ধর্মের কথা মুখে বলি অন্তরে বিশ্বাস কতটুকু
নিজের দোষে নিজেই দোষী ভাবছি অনেক কিছু
জ্ঞান অর্জনে অনেক আগে চীনের নিয়েছিল পিছু
সেথায় তখন কোন ধর্মের প্রচলন সবাই জানে হেতু ।