চেয়ারে বসে কল্পোনা করি কবিতা লেখার গল্প খুঁজি ,
কল্পোনার রাজ্যে বসে একা কবে পাবো তোমার দেখা
তোমায় খুঁজি আপন মনে কৈশর নাকি যৌবনে,
এদিক-সেদিক-ওদিক দেখি বেয়াড়া মন তোমায় খুঁজে।


গোলাপ ফুলে বাগান ভরা সুর্যমুখীর আলোক ঝরা
মন-মহোন আকূল করা পরীর পাখায় উড়াল দেয়া
স্বপ্নের ঘোরে দেখি তোমায় সখিরা সব আছে ঘিরে,
দেখার চেষ্টা বৃথা করি নুপুর পায়ে শব্দ শুনি ।


জোৎন্সা স্নানাত তোমার মুখ পুর্ণিমা রাতে চাঁদের রূপ,
বাঁকা চোখে তোমার চাহনি বুকে আমার উঠে জ্বলনি,
গাল ভরা তোমার হাসি হৃদয়ে বাজে বাঁশের বাঁশি,
তুমি আমার স্বপ্নের রানী স্বপ্নে তোমার জাল বুনি ।


প্রথম প্রেমের জ্বালা বেশী অন্তর জ্বালায় জ্বলি আমি
দেহ পুড়েনা শরীর পুড়েনা পুড়ে আমার মন,
বাহির থেকে দেখা যায় না অন্তর দহনে ক্ষুণ  
মন মানে না, সময় মানে না, মানে না কোন শাসন।


তুষের আগুনে জ্বলছি আমি পর-জগতে পাবো জানি
মনের কষ্ট মনে রাখি তোমার চিন্তা দিবা-রাত্রি ।,
বুঝে ও তোমার না বুঝার ভান, কষ্ট দিয়ে হও আগুয়ান।
তোমার সাথে আমার আড়ি ভালবাসার চলন্ত গাড়ী।