একজন পুরুষ বা নারীর অহংকার আত্মসম্মান বোধ
আভ্যন্তর বিষয় তিলে তিলে অর্জন করতে হয়,
সমাজে আত্মসম্মান বোধের মানুষ খুঁজে পাওয়া দায়
মানুষ এখন সট কাটে উন্নতির শিখরে উঠতে চায়
শাস্ত্র মতে অধ‍্যবসায় আর সাধনা ছাড়া কি উন্নতির
শিখরে উঠা যায় !


তুমি ভাল শিল্পী হতে চাও সাধনা প্রয়োজন,ভাল ছাত্র,
ব্যবসায়ী হতে চাও ধৈর্য ধরে লেগে থাকতে হয়।
পৃথিবীটা কেমন গোলমেলে দেখ, মানুষ আর মানুষের
মাঝে নাই, ভোগে ই তৃপ্ত হয় ,প্রাপ্তি র মাঝে আনন্দ খুঁজে,
না পাওয়াই হতাশ, তবে তার মাঝেই লুকিয়ে আছে
আনন্দ ও বেদনার স্মৃতি।


জীবনকে নতুন করে সাজাতে চাও, তবে স্মৃতির পাতা
থেকে ফিরিয়ে আন আনন্দ আর বেদনার বিশেষ মুহূর্ত গুলি
ভাব তুমি কেমন ছিলে ?


আজ তুমি কোথায় দাঁড়িয়ে হৃদয়ের অন্দর মহলের
ক্ষত চিহ্ন অন্ধকারে ঢাকা বিন্দু আলো ঢুকা র প্রাণপণ চেষ্টা।
দেয়ালের ও পাশে বসে ভাবছো তুমি একা এ পাশে দেখ
সকলে মিলে আনন্দহিল্লোলে বসেছে মেলা।


নিজের মত করে ধরিত্রীর রূপ রস গ্রহণ করি,
আত্মসম্মান বোধ বজায় রেখে দিয়েছি হৃদয়ের দরজা খুলি।