বুকের পাষ্ণরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছি আমার
তবুও ভেবেছিলাম তোমার কষ্টের পাহাড় সয়ে যাব
তোমার প্রাণবন্ত হাসি আর আশাহত চোখের চাহনী
নিজের কষ্টের বোঝা ভুলে তোমার কষ্টের বোঝায়
ডুব দিতে চেয়েছি !

নিশুতী রাতে আঁধার নেমেছিল তোমার আঁখির জলে
প্রেরসী তোমার আগমনে হৃদয়ে উঠে ছিল ঝড়
দমকা হাওয়ায় ভরে ছিল বুক ! রাতের জোনাকীরা
জ্বলে উঠে প্রাণের সঞ্চার হলো নতুন করে ।

তোমার পরশে হৃদয়ের জ্বালায় জল, বিচলিত মন
আমায় শপে ছিলাম তোমার ভালবাসার তাগিদে
নতুন করে বেঁচে থাকার স্বপ্ন জেগে ছিল একটু
একটু করে।

হঠাৎ দমকা হাওয়ায় হারিয়ে গেলে প্রেরসী, আমার
বুক তপ্ত বালুকা ময় পাহাড়, হারিয়ে যেতে লাগলাম
ধীরে ধীরে স্মৃতির পাতায় যুক্ত হলো তোমার নাম।

কেন ক্ষনিকের ভালবাসায় বেঁধে ছিলে আমায়, হৃদে
কষ্টের বোঝা বেড়ে দ্বি-গুন হলো আবার! আমি কেমন
করে বয়ে বেড়াব বলতে পার প্রেয়সী।