রহিম ভক্ত সবার ভক্ত
সকল কাজের কাজি
ডাকলে পরে হেসে বলে
রহিম ভক্ত হাজির।


রান্নার কাজে বেজাই পটু
দধি বানায় ভাল
যে কোন সমস্যায় ঝাঁপিয়ে পড়ে
থাকেনা কোন পিছু টান।


দেহ-তত্বের গান জানে সে
গায় মধুর সুরে
নিশি রাতে নদীর পাড়ে
গলা সাধে নিজের করে।


লেখা পড়া কিছুই জানে না
স্ব-শিক্ষায় শিক্ষিত
ধর্মে কর্মে অগাধ জ্ঞান
সবাই তা জানে।


বাবা তার নাম রেখে ছিল
আব্দুর রহিম
গাঁয়ের লোকের মন জয় করে
পদবী পেয়েছে ভক্ত রহিম।


১৩ জানুয়ারী’২২ রহিম ভক্তের
জীবন প্রদ্বীপ নিভে গেল
ইহ জগতের কর্ম সেরে পর
জগতে পাড়ি জমালো।