অভিমানে চলে গেলে ফিরে এলে না
প্রতিদিনের অপেক্ষার পালা শেষ হলো না!
আমার ভুল তোমার ভুল, ভুল ভেবে দেখি
সবই ভুল সমাধানে পথ খুঁজে পেল না।


অভিযোগে দ্বন্দ্ব শুরু আবেগ ছিল সাথে
কোন প্রমাণ ছাড়া দোষী করলে আমায়
বুঝানোর চেষ্টা ব্যর্থ অভিযুক্ত আমি!
যে ভাবে বলি তোমায়, দোষী হলাম আমি।


অবশেষে ছেড়ে গেলে নিজের ঘর-বাড়ী
ছেলে মেয়ে সাথে নিলে রেখে গেলে একা,
একা একা দিন কাটে না পাগল হলাম আমি
ফাঁকা ঘরে বসে ভাবি কি দোষ করেছি আমি।


কান কথা মাথায় নিয়ে দোষী করলে আমায়
অন্তর ক্ষরণ হৃদয়ের ভিতর দেখা যায় না জানি!
ভালবাসার পথ পেরিয়ে মিলন হয়েছিল বটে
অতিরিক্ত ভালবাসা সন্দেহ জাগে মনে।


জানি তুমি ভাল নেই অন্তর বলে আমায়
কি করলে সমাধান হবে বলে দাও তুমি
তুমি বীণা আমি অচল বহুদিনের অভ্যাস
হঠাৎ করে চলে গিয়ে আমায় করলে বনবাস।