দুঃখ কষ্ট সাথে নিয়ে চলো একটু দাড়া ও !
তুমি রমণী,
সংসার সুখের হয় তোমাদের গুনে
আবার বিচ্ছেদ ও ঘটে,
বহুমুখী চরিত্র আমরা জানি।  


স্বর্গ থেকে ধরায় এলে বিধির বিধানে
শত কষ্ট, শত যন্ত্রনা, একাকীত্বের স্বাদ,
মাথায় নিয়ে কেটে গেছে বহু যুগ বহুকাল
তুমি রমণী কই পিছ পা তো হও নি!


আশিস দিয়েছে বিধাতা তোমায়, জয় করেছো
প্রতিকূলতা, বিষাদের স্মৃতি, লক্ষ্যে পৌঁছানোর
আকুল আকুতি, দৃঢ়চেতা মন, বহু বছর পর
মিলনে তোমার সুখ।


ভালবাসার অনলে পুড়ে হয়েছো খাঁটি, পরিনয়ে
প্রেমের সুধা করেছো পান, যুগল বন্দী ভালবাসার
টানে অমৃত সুধা! কে না জানে ?
ওহে কন্যা, জায়া, জননী।


নোটঃ নারী দিবসকে কেন্দ্র করে কবিতাটি উৎসর্গ করা হলো।