দল বেঁধে নীল আকাশে কত শত পাখি
উড়ে যায় দুরে বহু দুরে,
কত শত প্রাণ ঝরে যাচ্ছে অকাতরে
মানব বৃক্ষের শুকনো পাতা,
স্মৃতির পাতায় ঝরে পড়ে উঠোনে
বিধাতার অমোঘ নিয়মে বিদায় বেলায়
দুর থেকে আত্মীয় স্বজনের করুন চোখ
নিজের হাতে মুছে শিশিরের ফোটা,
এত কিছুর পরও মানুষের মনে হিংসা বিদ্বেষ
স্বার্থের কাছে নতজানু, বিক্রি করে মাথা,
এ যে লোভের মায়ার জাল, রঙ্গিন ফানুস।