আকাশে বিজলী চমকায় সাথে গুড়ুম গুড়ুম শব্দ
হৃদয়ের অলিন্দে চমকায় বুক
ফাঁকা রাস্তায় আমি যে একা চলেছি
মরণের পরেও একা যেতে হবে কেউ সঙ্গী হবে না।


তবু ও কেন জীবন কে নিয়ে এত ভয়
জন শূন্য রাস্তায় বুঝা যায় নিজেকে কত ভালবাসি
মাঝে মাঝে মনের কি যে হয় জানি না
কিছুই যেন ভাল লাগে না, নিজেকে নিয়ে যায় মহা শূন্যে ।


প্রেম ভালবাসা পরিবার পরিজন কিছুই ভাল লাগে না
হতাশার সাগরে ডুবে যায়, আমার মত কি অন্যরা সুখী
পথের ধারে ছিন্নমূল শিশুটি ও স্বপ্ন দেখে
ওরাও আরাম আয়াসে বেঁচে থাকতে চায়।


এই বিদঘুটে ধরিত্রী তে কেউ ভাল নেই
সবাই যার যার ধান্দায় ব্যস্ত জীবন চালায়
আমার কেন এমন হয়! মিছিলে গুলি খেয়ে মানুষ মরে
মাতৃভূমির জন্য মানুষ মরে, অধিকার আদায়ে মানুষ মরে !


কিন্তু কি আশ্চর্য ! কিছু দিন পর সবাই ভুলে যায়
গনতন্দ্রের জন্য নুর হোসেনরা জীবন দিয়েছে ক্ষমতা ব্যস্ত নেতারা
সকল মৃত্যু যে পরিবার কে অন্ধকারে নিয়ে যায়
কেউ তা মনে রাখে না।