শহীদদের লাল সালাম
২০ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকেই তোড়জোর শুরু হয়
ফুলের তোড়া বানাতে, ১২টা ০১মিনিটে শহীদ মিনারের
বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন, খালি পায়ে হাজির সকলে, “আমার
ভাই’র রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী ” গান গেয়ে গেয়ে!


শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার নাম না জানা শহীদদের
আত্তা থেকে স্মরণ করা আর মনে মনে বলা তোমরা ছিলে বলে
আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে আর লিখতে পারছি।


শাষক গোষ্ঠী ৫২ সালে ২১ ফেব্রুয়ারী মায়ের বুকের ধন কেড়ে
নিয়েছিল, জন্ম দাত্রী মা বুকে পাথর চাপা দিয়ে সহ্য করেছিল!
কোন কিছুর বিনিময়ে সন্তান হারা মাকে সান্তনা দেয়া সম্ভব ছিল না।


সকল শহীদ’র মাকে বলতে চাই, মা তোমাদের জন্ম হয়েছিল বলে
সালাম, রফিক, বরকত, জব্বার বীর সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে
বাংলা ভাষার ঐ দিন স্থায়ী জন্ম হয়েছিল।  এই ঋণ শোধ করার নয়।  


পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ ততোদিন বেঁচে থাকবে, ইতিহাসের
পাতায় শহীদদের নাম বেঁচে থাকবে। এই মৃত্যু জন্মের মৃত্যু, এই মৃত্যু
শহীদদের অমর মৃত্যু। সকল শহীদদের লাল সালাম!