সেই থেকে আমি ছুটে চলেছি বিরামহীন ভাবে
কোথায় গিয়ে থামব আমি জানি না!
তোমায় ডানে খুঁজি,বায়ে খুঁজি, সামনে খুঁজি আর
খুঁজি পিছনে, খুঁজে চলেছি পাবার আশায়!


সামান্য অভিমানে আমায় ছেড়ে গেলে এত নিষ্ঠুর
তুমি, এক হৃদয় হীনা তুমি, কিছুতেই এই হারিয়ে
যাওয়ার সাথে আর এক সাথে চলার সাথে মিলাতে
পারছি না !


নিজের ভুল বুঝে ছুটে  গিয়েছিলাম তোমাদের বাসায়
অবাক করা কান্ড বাড়ীর দরজায় তালা! আসে পাশের
লোক জনকে জিজ্ঞাসা করেছি কেউ কিছুই জানে না ।


সেই থেকে খুঁজে চলেছি, আমি জানি না তোমায়
পাব কি না, জানি তুমি আমায় ঘূনা কর, আমার মুখ
দেখতে চাও না, ভুলের তো ক্ষমা হয়, জানি তোমার
কাছে হয়না, অন্তত ক্ষমা চাওয়ার সুযোগ দাও!


জানিনা এই লেখা তোমার নজরে আসবে কিনা
আমি একা এই দুঃখ, এই কষ্ট বয়ে বেড়াতে বেড়াতে
ক্লান্ত, হয়ত এই ভাবে পৃথিবী থেকে বিদায় নিব ! কিন্তু
আবসুস থেকে যাবে তোমার সাথে দেখা হলো না
আর শেষ কথাটা না বলাই রয়ে গেল !