ফুটন্ত তেলে ফোড়ং দিলে যেমন ছেন-ছেনিয়ে উঠে
গৃহকর্ত্রী রেগে গেলে তেমনি তেলে বেগুনে জ্বলে !
মুখে তখন যা আসে তাই বলে ফেলে,
ঘরের লোকের ঘাড়ে কটা মাথা প্রতিবাদ সে করে।


সেকেলের ভাব ধারা গৃহকর্ত্রী মেনে চলে
আধুনিক কালের ভাব ধারা সহ্য নাহি করে !
কথায় কথায় আগের যুগের উদাহরন টেনে বলে,  
তাদের সময় এই ছিল, ঐছিল, ছিল আদব কায়দা,
আধুনিক যুগে সব হারিয়ে খুঁজে শুধু ফায়দা !


লোভের চোখ সরকার বাড়ীতে শহরের বুকে মধ্যখানে
ডেভল্পারের হাতে দিলে বিশ তলাসহ নগদ টাকা হবে
পরিবারের একটা গোষ্টী সন্ধি করে দলিল হাতাবে কবে !


গৃহকর্ত্রী অসুস্থ্য হলে বাড়ীর সকলে খুশি,
মনে মনে কামনা করে দ্রুত যেন মরে যদি
গৃহকর্ত্রী গর্ব করে গৃহ কর্তার কাছে
এই বাড়ীতে জ্ঞানী গুনীর পদোধুলী আছে !
সব সম্পদ গৃহকর্ত্রীর নামে বেঁচে থাকলে ভাগ হবেনা জানে !