জয়দেবপুরের শাল বনে হারিয়ে ছিলাম একদিন
যে পথে যায় একই পথ পথের শেষ নাই
গহীন জঙ্গলে আতংক মনে কথা বলি গাছের সাথে  
পথ হারিয়ে পথের খোজে কেঁদে ছিলাম সারাদিন।


চুড়ই পাখি ফিঙ্গে রাজা করে কানা কানি
ডাহুক ডাকে দুর পানেতে ভয়ে কাঁপন ধরে
লোক জনের দেখা নাই মনে শংকা ধরে!
শুকনো পাতার মরমর ধ্বনি শরীর দেয় কাঁটা


কৈশর বয়সে ডানপিটে ছিলাম আত্ম-বিশ্বাস বেশী
অতি বিশ্বাসে কাল হলো বুঝতে পারছি আমি।
হেটে হেটে ক্লান্ত আমি বসি পুশকুরুনীর ধারে
কে আমায় নিয়ে যাবে কি করব আমি!


ক্ষুধায় প্রাণ যায় যায় বেলা গড়িয়ে বিকেল
হঠাৎ শুনি পায়ের শব্দ পাতার শব্দ সাথে
কেবা আসে এদিক পানে কি যে করি হায়
অচেনা পথিক দেখে আমায় প্রশ্ন করে যায়!


কোন কিছুর উত্তরের আগে কেঁদে হলাম সারা
বন-বিভাগের লোকের দয়ায় ফিরে এলো দিশা।