পুর্ণিমার চাঁদ-এ যেমন গ্রহন লেগে ধীরে ধীরে গ্রাস করে
অবাক হয়ে র্দুরবীন দিয়ে উৎসুখ জনতা দেখে,
চাঁদ অসহায়ের মত নিজেকে তখন আত্মসমরপন করে ।


মানুষের জীবনটা একই চারিদিকে র্দুনীতি গ্রাস করছে
একটু একটু করে যে বুঝার সে বুঝছে !
র্দুনীতি করে কেউ কেউ লাখো পতি কেউ বা কোটিপতি
আবার বেশীর ভাগ জনগন নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে।


সমাজের মানুষ গুলো আর আগের মত নাই
সমকলের মাঝে আমুল পরিবর্তন হয়েছে বা হচ্ছে
মানবতা এখন তন্দ্রাচ্ছান্ন, ঘুমন্ত, বাক শক্তি হ্রাস পেয়েছে
অন্যায়কে অন্যায় বলার লোকের অভাব.....................!


বেহায়া র্নিলজ্জ ভাবে পরিপাটি হয়ে সবার সামনে ঘুরে
ওরাই তো সম্মানিত, বিদ্যান সমাজকে নের্তৃত্ব দেয়,
সভ্যতা মানবতা মুখ থুবড়ে পড়েছে অসহায়ের মত
বিবর্তনের ধারা চলমান অবশ্যই আসবে সামনে সুদিন
সব কিছু প্রমাণ হবে !