স্বপ্নের সাথে স্বপ্নের দ্বন্দ্ব গেলেই আছে সারাক্ষণ
আমি সেই স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাকে ঘুমতে দেয় না
বিচলিত করে সারাক্ষণ !


কিন্তু কেন ! বিবেক তাড়িত করে রক্ত টগবগ করে
সমাজ দেশের জন্য কিছু করার তাড়না তাড়িয়ে বেড়ায়
শিক্ষিত আর অশিক্ষিত হাজার হাজার বেকার যুবক
তাদের জন্য কিছু করার তাগিদ কষ্ট দেয়।


নিম্ন-মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের পিতা মাতার স্বপ্ন
ছেলে বা মেয়ে ভাল ছাত্র হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার
অথবা বিসিএস ক্যারিয়ার হয়ে ভাল একটা কর্ম করবে
ভাল পরিবারে বিয়ে দিয়ে সুখে শান্তিতে সংসার করবে।


দেশ ও সমাজের জন্য ঐ সন্তানের কোন দায়বদ্ধতা নাই
আধুনিক যুগে এ ধরনের স্বপ্ন দেখা পিতা মাতার সংখ্যা বেশী,
কিন্ত বর্তমান সময় নিজে কিছু করা অন্যকে সুযোগ করে দেয়া,
প্রত্যেকের এমনই জীবনের চিন্তা/স্বপ্ন হওয়া উচিত !