আমি বাংলার ছেলে,
জন্ম আমার বাংলা মায়ের কোলে
কাদা মাটি গায়ে মাখি,
আলো বাতাসে করি নাচানচি
সবুজ মাঠ পাখ-পাখালীর ডাক
মন ছুটে যায় অজানায়।
দিন যায় নিজের মত, রাত আসে
নতুন ভোরের আশায়।


কখনও আমি বাতাস হতে চায়নি
চাইনি হতে সমুদ্রের সাইক্লোন,
আমি শুধু তোমাকে ভালবাসতে চেয়েছি।
হতে চাইনি আকাশের মেঘ, হতে চাইনি
বরিষনের ধারা হতে!
কেবল মন ভরে স্বপ্ন কুড়াতে চেয়েছি।


গাছের গোড়ায় ঝরা পাতা কুড়ানোর মত
স্বপ্ন কুড়ানো যায় না!
ঘুমের মাঝে যতই স্বপ্ন দেখি বাস্তবে ঠিক
ততোই বাড়াবাড়ি! স্বপ্ন রয়ে যায় স্বপ্নের বাড়ী।