চৌরাস্তা র মেড়ে দাঁড়িয়ে আছি
সারথি আসবে বলে,
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সে আসে না।
হাজারো মানুষ নিজস্ব গন্তব্যে ছুটছে
আমার গন্তব্য কোথায়!


নীল আকাশ অপর প্রান্তে ধরণীতে স্পর্শ করছে
উপরে আসমান নীচে মাটি মাঝে আমরা দু’জন
সাক্ষী হয়ে রইল বাতাস আর সমুদ্রের ঢেউ
অজান্তে লোনা পানি পদ-যুগোলকে স্পর্শ করছে।


হৃদয়ের না বলা কথা মনের সাগরে ভাসছে
কই’ এখনও তো সারথি এলো না।
ঠাঁই দাঁড়িয়ে একা স্বপ্নের রাজ্যের খেয়া ঘাটে
নৌকো খানি ঢেউ’র সাথে উথাল পাথাল করছে।


ভাবনার রাজ্যে তোমাকে চাই, নৌকো ই বসে দোল
খেতে চাই, দেহের সাথে দেহের মিলন চাই, মনের
আবেগ ভাগাভাগি করে নিতে চাই। সারথি!


দেশের বেশির ভাগ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে,
তবুও তাদের ভালবাসা, প্রেম, আবেগ এতটুকু শেষ
হয়ে যায়নি কেন জান! আত্ম-বিশ্বাস সমুদ্রের মত
অবিচল অনড় !