স্বামীকে দেবতা ভাবে কু-কর্ম করে আড়ালে
ধরা পড়লে সাধু বনে কেঁদে পরিস্থিতি পক্ষে আনে !
স্বভাব তার এমনি কারো ভাল সহ্য হয় না
যে কোন কৌশলে বদনাম করা চাই চাই!


এটা যে তার ছোট বেলাকার অভ্যাস
কি ভাবে কাটাবে বলুন !
যত বার হলফ করে পর ক্ষণেই আবার ভেঙ্গে ফেলে
ছেলে মেয়েরা বড় হয়েছে মায়ের কৃতকর্মে বিব্রত হয়।


ডাক্তার কবিরাজ চিকিৎসা করলেও অভ্যাস পাল্টায় নি,
চুরি করার মানুষিকতা এক ধরনের অসুখ
কোথাও বেড়াতে গেলে ঐ একই কাজ করে বসে
মায়ের কৃতকর্মে ছেলে মেয়েরা অন্যের গালি শুনে !


কিন্তু ,
বাড়ীর বাহিরের লোকজন তো আর অসুখের বিষয় জানে না।।


(বাস্তব ঘটনাকে কেন্দ্র করে লেখা)