স্বপ্ন দেখি মনে বাস্তবে হয় বিফল
তৃতীয় বিশ্বের গরীব দেশে কোন স্বপ্ন ই পুরুন হয় না
মানুষ ভাবে এক হয় যে আর এক ! কিন্ত কেন ?
প্রত্যেক টি স্তরে সীমাবদ্ধতা শিকল পরা !


ধরিত্রীতে সভ্যতার বিকাশ ঘটেছে বহু আগেই
সকল দেশে সকল ক্ষেত্রে কি সমান!
ধণী রাষ্ট্র গুলোর কোন ঘাটতি নাই কিন্ত তৃতীয় বিশ্বের
যেখানে লাভ-ক্ষতি লেন-দেন চাওয়া পাওয়ার হিসাব।


সভ্যতার বিকাশ ঘটলেও মানবিক মূল্যবোধ, সহবত
সহমর্মিতা, শ্রদ্ধা বোধ, মানবিকতার বিকাশ ঘটেনি আদৌ
তৃতীয় বিশ্বের গরীব উন্নয়নশীল দেশে গড়ায় গলদ
ধণী গরীবের ব্যবধান অসম সমাধানের গতিপথ রুদ্ধ


স্বপ্ন স্বপ্ন ই থেকে যায় বয়ে যায় বেলা
তবুও মানুষ স্বপ্ন দেখে বেঁচে থাকে কোন এক দিনের আশায়
সমবন্টনের নেতা আসবে জুটবে স্বপ্নের আশা।