ভালবাসার অন্দর মহলের জায়গা দিলে তুমি
সাধনা করে জায়গা পেলাম এটুকু শুধু জানি!
হরেক রকম বায়না তোমার নিত্য দিন থাকে
বায়না পুরন চেষ্টায় আমি হলাম বখাটে;


নেশা আমি শখে করি বন্ধুদের সাথে
তোমার প্রেমে পড়ে আমি হলাম পাগলাটে !
বাবা মা আত্মীয় স্বজন সবাই গেল দুরে,
লেখা পড়ায় গোল্লা আমি পরীক্ষার ফলে ।


গ্র্যাজুয়েট হওয়ার আগে তুমি অন্য জনের ঘরে
কেমন তোমার ভালবাসা আমায় ফেলে গেলে
নিঃস্ব আমি রিক্ত আমি মন কে কি বুঝায়,
পাগল করে চলে গেলে অন্য জনের ঘরে
সবার কাছে দোষী আমি তোমার কারণে !


তুষের আগুন বুকের মাঝে ধিকি ধিকি জ্বলে
লাল শাড়ী তে তোমায় দেখলে বুকে আগুন জ্বলে,
ঘুরে ফিরে মায়ের কোলে আশ্রয় হলো আমার  
লেখা পড়ায় ভাল করলে ভুলে যাবে সবাই।


আরশিতে ফাটল ধরেছে জোড়া দিবে কিসে
সব কিছু ফিরে পেলেও দাগ থেকে যাবে শেষে।