উচ্ছল চঞ্চল বালিকা এলো-কেশে ছুটে
চলেছো কোথায়, বল্গা হরিনীর মত, নূপুর
পায়ে ঝুমুর ঝুমুর শব্দে!


বধু হলে যখন, বন্ধ জীবন, স্বাধীনতা হরণ,
খাঁচায় পুরে রেখেছে তোমায়, পুরুষের
জিঘাংসার লোভে!


তোমার স্বাধীনতা তোমারই অর্জন, অপেক্ষার
পালা শেষ, দুঃখ, কষ্ট, নির্যাতন সহ্য
করেছো বহু কালের বসন।


ছিন্ন কর হে নারী, পায়ের ছিকল, তোমার
জন্ম শুধু বাচ্চা উৎপাদনে নয়, শক্ত হাতে
তুমিও পার, পৃথিবীর সকল কর্ম।


তোমার আল্পনা দ্বিগ-জয়ী হবে, পূর্ব নারীর
মতন, অন্দরমহল থেকে বেরিয়ে এসো.......!
সাজাও জীবন কল্পনার রং তুলিতে।


আমি বিশ্বাস করি, তুমি পারবে! ঘর আর বাহির
সাজাতে, তোমাকে পারতেই হবে !