পরিবারের মাঝে লুকিয়ে আছে
বিশ্বাস ঘাতকের দল,
সত্যবাদী যুধিষ্ঠির ভেবে শ্রদ্ধা করি বল!
আলোচনার কেন্দ্র বিন্দু বিচার জানাই তারে
সুযোগ বুঝে নিজের করে বুঝিনি কেউ আগে।


দিন যায় মাস যায় বছর ঘুরে যুগ
স্বার্থের যখন ব্যাঘাত ঘটে বেরিয়ে পড়ে রূপ
কোন কিছু করার থাকে না মনে মনে দোষী
কেমন করে মিটবে এসব সূত্র খুঁজে শেষে।


বিচার শালিশ অনেক বসে সুরাহা হয় না কিছু
আখের গুছিয়ে ঘাতক দেখ মেচু বিড়াল সাজে,
কথায় কথায় কান্না করে বুঝিনী তো আগে
স্ব-জ্ঞানে অনিয়ম করে লোক চক্ষু’র আড়ালে
সবাই তারে সমর্থন করে বুঝে না অন্য কিছু !


বড় বলে সম্মান করি দুর্বলতা মোদের
শরিক জনের হিস্যা লুটে ধরার নাই কেহ
অন্তর জ্বালায় জ্বলে মরি সৃষ্টিকর্তায় বিচার মানী।