জীবনের প্রথম দিকে আমার একটা ছোট বাক্স ছিল
যক্ষের ধনের মত সেই বাক্সের তালার চাবি কোমরে ঝুলত
এখন আর ঐ বাক্সে আর তালা মারা থাকে না
জীবনের আর কোন গোপনীয়তা নাই.............!!


প্রেম অর্থ শুকিয়ে যাওয়া গোলাপের পাঁপড়ি আর
আমার একান্ত ব্যক্তিগত সব কিছু একটা চাবিতে
সযত্নে বিশ্বস্ততার সহিত গোপনে ছিল !
এখন আর গোপনীয়তা বলে কিছু নেই সব খোলামেলা
এখানে সেখানে অযত্নে পড়ে থাকে ।


পাল্টে গেছে প্রকৃতি সবুজ শ্যামল আর নিজস্বতা
নদী হয়েছে বিল, গ্রাম হয়েছে শহর, মেঠো পথ আর
মেঠো পথ নাই হয়েছে পিচের রাস্তা...........!
সোয়ারেজের অভাবে বর্ষার জল চিঠির ভাঁজে ঢুকে
মুছে গেছে ভালবাসার কথা মুছে গেছে প্রেরকের নাম।


ভালবাসা প্রেম আর আবেগ সব কিছু ফিকে হয়ে গেছে
আজকাল আর লুকানো থাকে না কোন কিছুই..........
আমার সব বাক্সের ড্রয়ার খুলে খুলে যায়।