বাংলা আমার মা, বাংলা আমার বাবা
দাদা-দাদির জন্ম আমার এই বাংলায়।

৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোন’র ইজ্জতের বিনিময়ে,
রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জন্মভুমি আমার।
যুদ্ধে পাকিস্থানী বাহিনী ,বাংলার দালাল, রাজাকার ও আল-
বদর সম্মিলিত বিরোধীতায় যুদ্ধো করেছি;

সুযোগ বুঝে পাক-হানাদার পিচাষরা, ধর্ষন করে মা বোনদের
নির্মুল করে দেশের বুদ্ধিজীবি, সাহিত্যিক, বিজ্ঞানী ও কবিকে
মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর যুদ্ধে বাংলা হয় স্বাধীন।

৭১’র বজ্য কন্ঠকে রূদ্ধ করতে চেযেছিল পরাজিত পাক-হানাদার
বাহিনী, বাংলায় দালালদের সহযোগীতায়, কামিয়াব হয় ৭৫ এ।
দুঃখ নেমে আসে বাংলায়, হতাশ বাকরূদ্ধ বাঙ্গালী, উল্লাসে ফেঁটে
পড়ে যুদ্ধে পরাজিত শক্র, মাথা নিচু করাতে চেয়েছিল পাক-বাহিনীর
দোষরা:-

বাংলার দামাল ছেলেরা, দুঃখে, ক্ষোবে, ত্রেূাধে ফেঁটে পড়ে।
কিন্ত কিছু করার সুযোগ ছিল না, দোসরদের বিষ দাঁত সর্বদা
চারিদিকে ঘুরে, অন্তরালে আবার প্রকাশ্যে।

বীর বাঙ্গালী সময় এসেছে, রুখে দাঁড়াবার, মানবতা বিরোধী,
যুদ্ধো-অপরাধী, ধর্ষন কারীদের বিচার করবার।

উঠে এসো বাংলার বাবারা, মায়েরা, বোনেরা, ঘন হয়ে এসো,
কাছাকাছি এসো, সম্মিলিত হাত, সম্মিলিত ইচ্ছকে সাথে নিয়ে
চারিদিকে ব্যারিকেট গড়ে তুলি, আইনের মাধ্যমে বিচার ও
শাস্তি দেয়।

এসো........সোনার বাংলা গড়ে তুলি, দোষরদের নির্মুল করি,
সম্মিলিত শপথ গ্রহন করি, বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়
মনোবল ইউক ইস্পাতের মত সু-কঠিন।

(ইতিহাসের পাতা থেকে- সংক্ষিপ্ত)