স্বপ্ন দেখি আগামী দিনের সব জঞ্জাল পিছনে ঠেলে
সন্ধি করি মনে মনে দেখব না আর পিছন ফিরে
দিয়াশালাই কঠিতে ঠাসা কাঠির মাথায় বারুদ ভরা  
আগুন জ্বলবে মাথাতে ঘষা লাগলে কাঠিতে ।


সমাজে দেখ ঘুন লেগেছে অন্যায় অবিচারের সাথে
বাধা দেয়ার লোকের অভাব এড়িয়ে চলা তাদের স্বভাব
চোখের সামনে অন্যায় দেখে প্রতিবাদের সাহস নাই
হৃদয়ের ভিতর ক্ষোবের আগুন তুষের মত জ্বলে।


মুক্তি পাবে দেশ ও দেশের জনগন স্বপ্ন দেখে গুরুজন
বুক চিতিয়ে লড়বে তরুন সমাজ মাথা নিচু করবো না
নিজের সাথে সংকল্প করে বাঁচবো না আর পিছন ফিরে
যতই বাধা আসে আসুখ অন্যায় আর মানবে না।


মেরুদন্ড সোজা নয় এড়িয়ে যাওয়ার স্বাভাব তাই
এই ভাবে চলতে থাকলে সমাজ যাবে রসাতলে।
তরুন সমাজ যুবকের পানে চেয়ে আছে গুরু জনে
প্রতিরোধ গড়বে তারা নির্মুল করবে অন্যায় অবিচার।