নদী ভাঙ্গনের শব্দ কানে ভেসে আসে
পোয়াতী মায়ের কানে !
জীবন বিপন্ন, আতংক সংসারে সমস্যা ঘিরে চারিদিকে
নব-জাতকের আগমন বার্তা আসে ক্ষণে ক্ষণে !


ভাঙ্গা ঘরে চাঁদের আলো ছিটকে পড়ে
মন ছুঁটে যায় তেপান্তরে, তবুও আশা বাঁধে মনে
বাপুরে তুই আসবি ভুবনে এ কোন জঞ্জাল সাথে লয়ে  
ধরিত্রীতে বহু বছর বেঁচে থাকার স্বাদ জাগে মনে মনে !


পিছে ফেলে এলাম করোনার জ্বালা সাথে ছিল ডেংগু জরা
ক্ষুধার জ্বালা নিত্য সঙ্গী যৌন ক্ষুধা বাঁধন হারা
টিসিবির লাইনে তোকে পেটে নিয়ে ঠাঁই দাঁড়িয়ে রোদে
অপেক্ষায় প্রহর গুনি কখন আসবে ডাক আর যে পারি না !


আশায় আমি বুক বেঁধেছিলাম আজ উঠবে উনুনে হাড়ি
সারাদিন লাইনে দাঁড়িয়ে অবশেষে শুন্য হাতে বাড়ী ফিরি  
অপেক্ষা আমার অপেক্ষায় রইল দুঃখ বেদনা সারিসুরি
বাবা তুমি আসবে ধরায় অপেক্ষা করছে দুঃখ কষ্ট ভুরি ভুরি।


তবুও মা তোমার আশায় বুক বাঁধে বাঁচিয়ে রেখেছে স্বপ্ন তরী।