আঁধার কেটে আলোর দেখা মিলে নিত্য দিন
এ যে মানব জীবনের স্বপ্ন রঙ্গীন,
কালো রং’র সাথে সাদার সখ্যতা ছিল
এতো ধরণীতে নিত্য দিনের রুপলীলা
জন্মালে মরিতে হবে, যেতে হবে ভুবন ছাড়ি
স্মৃতি রয়ে যাবে ধরায়।


বুকের ভিতর যে স্ব যত্নে আছে শুয়ে
না বলে নীরবে চলে যাবে খাঁচা শূন্য করি
অন্তর আত্মা ভীষণ অভিমানী,
বিদায় নিলে ইহ লোকে আর ফিরে আসেনা জানি!


পরিবেশ নীরবতা দখল করবে কোলাহল
মনের অনুভূতি বলতে গেলেও হবে না বলা,
সকল উচ্ছ্বাস থেমে যাবে, রুদ্ধ হবে কণ্ঠ স্বর
ক্রীতদাস হিসাবে হবে পরিচয়।


না বলা কথা ফিরে যাবে আমাদের ছেড়ে
কোন এক অমাবস্যার রাতে সাথী হয়ে,
স্বপ্ন লোকে জল জ্যোৎস্নায় হৃদয়ের কথা হবে।