প্রতি দিন সূর্য উঠার দৃশ্য দেখার তাড়না আমার
তাই তো শিলাইদহ পদ্মা নদীর পড়ে গিয়ে দাঁড়ায়
আকাশ যেন নদীর জলে জলকেলি খেলছে আর
ধীরে ধীরে পুব আকাশে রক্তিম আভা নিয়ে উঠে
এ যে পাগল করা দৃশ্য নিজেকে হারিয়ে ফেলি ।


কত মানুষ প্রতঃভ্রমনে আসে কিন্তু একান্ত মনে
কেউ উদিত সূর্য কে দেখে না!
ক’দিনে সুর্যর সাথে আমার একটা ভাব হয়ে উঠে
যদিও একতরফা ভাব !


সূর্য আমাকে মিস করছে বা করবে
ব্যাপার টা একদম সে রকম নয়!
সুর্যর আলোর ছটা থুবড়ে আছড়ে পড়ার
ব্যাপার টা মনে হয় অভ্যাস যৌনতা।


সূর্য কি জানে না,
এত লোকের সমাগম কে সূর্য উদয় দেখে আর
কত জন আনমনে নদীর কিনা রায় হাটে।