ইহ-জগতের চলার পথ নাহি ফিরে পাব আর
আজ না হয় কাল চলে যেতে হবে পরপার ! তবুও,
কি ভাবে সৃষ্টির সেরা হয়ে মানব জাতীর ধ্বংস করে !
পরপারে হিসাব হবে এপারের কৃত কর্মের সব কাজে !


মানুষ মানুষকে ঘৃনা করেছে ইহকালে ভাল থাকার
সমাজে তারা জ্ঞানী গুনি অনিয়মের মহাজন
তবুও তারা আশায় বুক বাঁধে ভাল হিসাবের আশায় !


ঈমানের জোর কতটুকু ছিল নিজেকে দিয়ে হিসাব কষি
অপ্রিয় হলেও সত্যকে স্বীকার করা এ যে বড় কঠিন
সচেতন ভাবে লোভের চোখ সর্বদা ছিল জীবন ক্ষণে
তবুও কেন আশা করে মন পরকালে ভাল থাকার ছবি।


সত্য মিথ্যার প্রভেদ করি নাই ছুটেছে সামনে জীবন
আত্ম-চিন্তায় কৈশোর গেছে, যৌবনে উন্মদনা.....
বয়স কালে পিছু ফিরে দেখা আমলনামার ঝোলা ফাঁকা।