সাত সমুদ্র তের নদীর ব্যবধান তুচ্ছ
সাইক্লোন, ঘুর্ণী ঝড়, প্রাকৃতিক দুর্যোগ,
কিংবা জাতি গত বিভেদ, শত থাকুক
আভিজাত্যের বৈষম্য, যতই থাকুক প্রচীর
উভয়ে মিলে মিশে এক হয়ে যাবে !


বিপরীত মুখী বৈষম্য থাকার পরও এক হবে
অপেক্ষায় প্রহর কাটবে নিশিদিন আসবে নতুন
সকাল ।


দুরে থেকেও প্রতিদিন কাছে থাকা যায়
যদি মন তোমার চাই ! সত্যি যদি তুমি আমায়
ভালবাস।।