সত্য ঘটনা সত্তর বার জিজ্ঞাসা করলে
প্রতিবারই সত্য কথা বলা হয় !
কিন্ত মিথ্যা ঘটনা সত্তর বার বললে
প্রতি বার নতুন নতুন মিথ্যা কথা যোগ হয়।


পাথরে পাথর ঘষে আগুন জ্বলে সত্য
দুর্ব্বাঘাসে ইট চাপা দিলে হবে না তা মিথ্যা
জনগনের সম্পদ মেরে গদি হয় না শক্ত
ইট যখন ঘাড়ে পড়ে পাথর তখন উষ্টা মারে ।


খাচ্ছো যখন খেতে থাক !
ডায়রিয়া হলে জেনে রেখো স্যালাইনের অভাব
করোনার প্রভাব কমলেও ডেংগুর হয়েছে আর্বিভাব
আত্মসুদ্ধি না হলে ছাড়বে না কাউকে বাপের বাপ।