এখনকার সময় টা যেন স্বার্থপরতায় ভরা
কাউকে সম্মান করলে সে দুর্বলতা ভাবে
পরক্ষণে অপমান করার ফুন্দি আঁটে !


শ্রদ্ধাভরে চুপচাপ থাকলে বেয়াদব ভাবে
বিচার করার কৌশল খুঁজে,
গ্রাম্য শালিশে টাকা পয়সার লেনদেন চলে
বিচারক হয় নামী দামি !


তুমি আমি সে আমরা সকলে বন্দী ধরায়
সবলের কাছে দুর্বলেরা পদে পদে নিষঃপেশিত
যেন সকল ক্ষমতা মেমোরীতে লোড করে নিয়েছে !


সত্য বলায় কোন দাম নাই
ফুন্দি ফিকির করে দোষ চাপাবে তোমার গায়  
প্রাণের ভয়ে সত্য বলে না কেহ্ ,
এটাই দুনিয়াদারী।