অনেক দিন পর নিজেকে কৈশোরে নিলাম
সকাল থেকে শ্রাবণের আকাশ অঝোর ধারায় কাঁদছে
বড় বড় বৃষ্টির ফোটা মাটিতে পড়ে হেলে দুলে যাচ্ছে
গা ভিজিয়ে নিলাম কতক্ষণ !


কত স্মৃতি মনের আয়নায় ভিড় করেছিল
কেন যেন খুশিতে নাচতে ইচ্ছে করছিল
অনেক কষ্টে নিজেকে সামাল দিলাম ..... তবুও
এই অঝোর ধারার বৃষ্টি কত দিন দেখিনি।


সন্ধ্যায় কোলা ব্যাঙ আর ঝিঁঝিঁ পোকারা যেন
পালা ক্রমে বিরতিহীন ভাবে ডেকে চলেছে
আকাশে চাঁদ ও তারার দেখা নেই ঘুট্‌ঘুটে অন্ধকার
ঝিরঝির বৃষ্টি পড়ছে !


বাতায়ন খুলে যত দূর চোখ যায় দেখছি আর ভাবছি
ব্যাঙ আর ঝিঁঝিঁ পোকা দের আনন্দের দিন
রাস্তায় জল জমে গেছে পা ভিজিয়ে পাড়ার ছেলেরা
এদিক সেদিক ছুটাছুটি করছে।


এই যে বাংলার প্রকৃতির রূপ বহুদিন চোখে পড়েনি
ঋতুর পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপের ও পরিবর্তন
তবুও জন্ম আমার এই শ্যামল মায়ের কোলে
জন্মভূমি মাকে যে আমি বড্ড ভালবাসি।