প্রকৃতি তে নতুন সাজ ধরণী’র বৈরী ভাব
কুসুম কুসুম গরম জল হৃদয় করে টলমল ।
ষড় ঋতুর বাংলাদেশ ঋতু তে নেই ঋতুর রেশ
বর্ষাকালে বর্ষা নাই শ্রাবণ মাসে গরম তাই।


চৈত্র মাসের রোদের তাপ বেড়াতে গেছে বৈশাখে
বৈশাখ মাসের তাণ্ডব দেখ জ্যৈষ্ঠ মাসে আসে।
আষাঢ় মাসের বৃষ্টির ধারা শ্রাবণ মাসের রূপে
ভাদ্র মাসের আসল রূপ হারিয়ে গেছে মাসে।


নীল আকাশের মেঘের ঘনঘটা বৃষ্টির দেখা নাই
ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ ধরণী হলো ফাটা।
আশ্বিন মাসের বৃষ্টির ধারা শীতের আমেজ নাই
কার্তিক মাসে কাত্যায়ন পূজা ঘুমটা দিয়ে যায়।


কুয়াশায় ঢাকা ধরণী দেখ পুব আকাশে সূর্য হাসে
অগ্রহায়ণ মাসে শীতের দেখা পৌষ মাসে আসে।
মাঘ মাসে শীতের কোপ মায়ের কোলে ঘুমায়
সব ঋতু তে পরিবর্তনের ধারা ঋতুর চরিত্র হরন।


চরিত্র হরণ ফাগুন মাসের বসন্তের দেখা নাই
কৃষ্ণচূড়া, শিমুল ফুল গাছে যেমন তাজা ফুল
প্রকৃতি তে আগুন লেগেছে রমণী কুলের সাজে।


প্রেমের মাস বসন্ত কাল যৌবন আসে ধরায়
গাছের পাতা ঝরে নতুন পাতার গজায়।
ভালবাসার ধরন পাল্‌টেছে প্রকৃতির ধারার মতন
অন্য-লাইনে প্রেম করে ভালবাসার স্বাদ নাই
আবেগ গেছে রসাতলে হৃদয় ছাড়া ভালবাসা।