সুখের হাড়ি দুঃখের হাড়ি
গড়াগড়ি খায়,
ক্ষণে দেখি সুখ পাখি টা
দুঃখের পানে ধায়।


চোখে থাকলে রঙ্গিন চশমা
সব লাগে রঙ্গিন,
অন্ধ জনের সবই আঁধার
প্রয়োজন পড়ে না সাদা কালো।


কারো পাতে শুকনো রুটি
আনন্দ ভরে খায়,
কেউবা আবার বাহারি খাবার পেয়ে
মুখ শুকনো রয়।


সুখ পাখি টা সবার মনে
বসত করে ভাই,
কেউ বা পায় সহজে তারে
কেউ বা পেয়ে হারায়।