সময় কেমন আমাকে ছেড়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে মিলানো যাচ্ছে
না জীবন ! পরিকল্পনা, পরিকল্পনার জায়গায় বাস্তবায়নে ভাটা,
হিসাবের মাঝে লুকিয়ে রাখি আমার মনের আশা।


কৃঞ্চচুড়ায় আগুন লেগেছে চৈত্রী মাসের দাহে, ভালবাসার ক্ষত
গুলো কষ্ট লাগে বুকে, মনের ভিতর বৈশাখী ঝড় লন্ড ভন্ড করে,
দুর থেকে প্রিয়াকে দেখে মনের আয়েশ মিটে।


বৈশাখে মাসে লু-হাওয়া হঠাৎ বৃষ্টির ফোঁটা, অবাক করা পৃথিবী
আমার, কাছে গেলে ফাঁকা। জন মানবহীন চারিদিক শুন্য চলেছি
মোরা দু’জন !


বৃষ্টির জলে ভিজে চলেছি দু’জন ভ্রুক্ষেপ নাই মন, ভালবাসার
আবেশ এমন প্রকৃতি যেন জানে ! হিমেল হাওয়া মন দুলে যায়
উজ্ঞ শরীরে শিহরন জাগে বুকে, নিঃশব্দে হেঁটে চলেছি মোরা
মেঠো পথ ধরে।


নিজের ভুবনে ডুবে ছিলাম খেযাল করিনি আগে, চকিতে দেখি
পথের শেষ এসে গেছি গৃহের কোনে ! ছেড়ে যেতে চায় না মন,
মন কে বুঝায় বার বার, মনের মাঝে মনকে রেখে নিজেকে বুঝায়।