শিশু মন শুভ্র সাদা কোন কালিমা স্পর্শ করে না  
যেন পুকুরের উদরে ফুটে আছে সদ্য ফোঁটা পদ্ম ফুল
শিশু মন বেড়ে উঠে ফুলের ন্যায় র্নিঝঞ্জাট জীবন।


সময়ের সাথে সাথে ফুলের পাঁপড়ি শুকিয়ে ঝরে পড়ে
তেমনি শিশু মনের মানুষ গুলো দিনে দিনে অমানুষ হয়ে
উঠে কারনে অকারনে, পরিবার আর পরিবেশের কারনে।


সমাজ পংকিলের পথে ধাবিত হয় মানুষের কারনে
আবার মানুষের কারনেই সমাজ থেকে অন্ধকার দুর হয়
ফুটিলে মনের ফুল, মুক্তি পাবে মানব কুল
থাকিলে সাধনা বিফলে যাবে না।


অতীতকে পিছনে ফেলে সাধনায় সাজাই বর্তমান,
ভবিষৎ কে বির্নিমান করে বর্তমানের চেতনায় ।