স্রোতের টানে জীবন সামনের দিকে টানে
যত সব পাওনা পিছনে পড়ে থাকে,
স্মৃতির ঝাঁপি ধীরে ধীরে পুর্ন হচ্ছে পড়ন্ত
বিকেলে গোধুলী লগ্নে ফিরে দেখা ।


বাবা মা চলে যাওয়ার পর গুরু ভার কাঁধে
সংসারের ঘানি টানা তাদের দেখে শিখা
আধুনিকতা আর প্রযুক্তির যুগে পুরনো ধ্যান
ধারনা বর্তমান যুগের প্রজন্ম মেনে চলে না।


নতুনের প্রতি সকলের চোখ আয়ের উৎস ঐ
আমাদের মত নিম্ন-মধ্যবিত্তদের জ্বালা কি !
কোন কিছু পুনাঙ্গ হয় না টানা-পোড়ন থাকেই
প্রতিনিয়ত সমালোচনার তীর ধেয়ে আসে !


বর্তমানে বাজারে আগুন খাওয়ার খরচ নিত্য
প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে মরন দশা, সঙ্গে
সৌখিন বিষয় গুলো পুরণ করা সম্ভব হয় না  
বর্তমান প্রজন্ম অভাবকে মেনে নিতে চায় না।


সংসার নামক নাগর দোলা আর ভাল লাগে না
আগের মত নিঃস্বার্থ কাজের কোন মৃল্য নাই
মনে হয় সংসার ধর্ম ছেড়ে নির্বাসনে চলে যায়।
কালের গর্ভে এই পরিবার কখনো স্বীকার করবে না।